Taalpatar Shepai - Ogochhalo Mon şarkı sözleri
Sanatçı:
Taalpatar Shepai
albüm: Turu Love
হঠাৎ ঝিমিয়ে পড়া গানে ছন্দ বাঁধলো কেউ
হঠাৎ তাসের দেশে এলো অবাধ্যতার ঢেউ
হঠাৎ ঝিমিয়ে পড়া গানে ছন্দ বাঁধলো কেউ
হঠাৎ তাসের দেশে এলো অবাধ্যতার ঢেউ
তুইও কি খবর পেলি, কিসের এই রদবদল
চেনা তাও নতুন যে পথ, হেঁটে দেখবি কিনা বল
এই অগোছালো মন
এতকাল করেছি গোপন
মেলেছি দখিন বারান্দায়
মিহি বোনা হাওয়ার অপেক্ষায়
তুইও কি আশঙ্কায়
একইভাবে স্তব্ধ, নিরুপায়
যত্ন আন হাতের আঁজলায়
একসাথে সাজাবি কি, আয়
♪
উধাও হওয়ার রাস্তা ধরে কতদূর যাবি
অভিমানের দরজা খোলা পিছুটান চাবি
ক্রমশ এ ভিড় হচ্ছে ফিকে অন্তঃসার শূন্যতায়
বুকের মাপা সে যে পথ শুধু তোকেই খুঁজতে চায়
আজ স্মৃতি বেদুঈন
তুই ছাড়া বড্ড বেরঙিন
হন্যে হয়ে সরাচ্ছি ধূলো
তোর সাথে মুহূর্তগুলো
তুইও কি আশঙ্কায়
একইভাবে স্তব্ধ, নিরুপায়
যত্ন আন হাতের আঁজলায়
একসাথে ফিরবি কি, আয়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri