নামাইয়া আইনো চাঁদের আঁকশিখানা প্রিয়
নামাইয়া আইনো চাঁদের আঁকশিখানা প্রিয়
মেঘের নুপুরে বারিষ আঁইকা দিও
মেঘের নুপুরে বারিষ আঁইকা দিও
তটিনী চিনি চিনি
আপন ভোলা তিনি
আকাশের বাড়ি চিনে
পৌঁছাইয়া গেল দিনে
প্রেমে পড়িলো বুঝি
পরাণ না মানিলো
নামাইয়া আইনো চাঁদের আঁকশিখানা প্রিয়
সাজাও বাসর
সাজাও বাসর বন্ধু ফুলেরও আঙিনায়
শিশিরের আলপোনা দাও ঘাসেরও গালিচায়
আকাশে জ্যোৎস্না জ্বলে
তারারও মালিকা দোলে
নদীরও বুকে লাজে
জলের ছলাৎ ছলাৎ
ফিরোজা ওড়না তারে জড়াইয়া দিও
নামাইয়া আইনো চাঁদের আঁকশিখানা প্রিয়
নামাইয়া আইনো চাঁদের আঁকশিখানা প্রিয়
মিলনও হইবে
মিলনও হইবে আজি কালবোশেখীর রাতে
বকুল ফুল ফুটাইয়া আতর ছিটায় তাতে
মিলনও হইবে আজি কালবোশেখীর রাতে
বকুল ফুল ফুটাইয়া আতর ছিটায় তাতে
প্রেমিকা তন্বী নদী
বাঁকিয়া গেল যদি
আসমানও বাজ হানিয়া
গান শুনাইয়া দিলো
দিগন্তে আকাশ আইসা নদীরে জড়াইলো
নামাইয়া আইনো চাঁদের আঁকশিখানা প্রিয়
নামাইয়া আইনো চাঁদের আঁকশিখানা প্রিয়
নামাইয়া আইনো চাঁদের আঁকশিখানা প্রিয়
নামাইয়া আইনো চাঁদের আঁকশিখানা প্রিয়
মেঘের নুপুরে বারিষ আঁইকা দিও
মেঘের নুপুরে বারিষ আঁইকা দিও
নামাইয়া আইনো চাঁদের আঁকশিখানা প্রিয়
নামাইয়া আইনো চাঁদের আঁকশিখানা প্রিয়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri