Kishore Kumar Hits

Taalpatar Shepai - Ami Sudhu Khujechi Amay - Ukulele Version şarkı sözleri

Sanatçı: Taalpatar Shepai

albüm: Ami Sudhu Khujechi Amay (Ukulele Version)


কখনো ভোর, কখনো মাঝরাতে
Highway থেকে এক চিলছাতে
কখনো ভোর, কখনো মাঝরাতে
Highway থেকে এক চিলছাতে
প্রতি পাতা থেকে চেনা মলাটে
আমি শুধু শুধু খুঁজেছি আমায়
রাত জাগা কত কত যে সকাল
ভেবে চলি সে কি স্বর্গ, কি পাতাল
রাত জাগা কত কত যে সকাল
ভেবে চলি সে কি স্বর্গ, কি পাতাল
অভাবে, নাকি স্বভাবে মাতাল?
আমি যে বড়ো খুঁজেছি আমায়
আমি যে বড়ো খুঁজেছি আমায়
লাগছে বড়ো তোমাকে ভালো
সব রঙিন, নাকি মনটা রাঙালো?
সূর্যের সাথে রোজ জ্বালো আলো
ঘুচে যাক যত আঁধার কালো
লাগছে বড়ো তোমাকে ভালো
সব রঙিন, নাকি মনটা রাঙালো?
সূর্যের সাথে রোজ জ্বালো আলো
ঘুচে যাক যত আঁধার কালো
এই গানটা কি তোমায় ভাবাবে?
শুধু হাসি, নাকি চোখ রাঙাবে?
এই গানটা কি তোমায় ভাবাবে?
শুধু হাসি, নাকি চোখ রাঙাবে?
আমি বলি, যদি পারো
তুমিও খোঁজো তোমায়
তুমিও খোঁজো তোমায়
তুমিও খোঁজো তোমায়
তুমিও খোঁজো তোমায়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar