Taalpatar Shepai - Kaalboshekhee'r Poddo şarkı sözleri
Sanatçı:
Taalpatar Shepai
albüm: Kaalboshekhee'r Poddo
নামাইয়া আইনো চান্দের আঁকশি খানা প্রিয়
নামাইয়া আইনো চান্দের আঁকশি খানা প্রিয়
মেঘের নূপুরে বারিষ আঁইক্যা দিও
মেঘের নূপুরে বারিষ আঁইক্যা দিও
তটিনী চিনি চিনি
আপনভোলা তিনি
আকাশের বাড়ি চিনে
পৌঁছাইয়া গেলো দিনে
প্রেমে পড়িল বুঝি পরাণ না মানিলো
নামাইয়া আইনো চান্দের আঁকশি খানা প্রিয়
সাজাও বাসর
সাজাও বাসর বন্ধু ফুলেরও আঙিনায়
শিশিরের আল্পনা দাও ঘাসেরও গালিচায়
আকাশে জোছনা জ্বলে
তারারও মালিকা দোলে
নদীরও বুকে লাজে জলের ছলাৎ ছলাৎ
ফিরোজা ওড়না তারে জড়াইয়া দিও
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়
মিলন হইবে
মিলন হইবে আজি কালবোশেখীর রাতে
বকুলও ফুল ফুটাইয়া আতর ছিটায় তাতে
মিলন হইবে আজি কালবোশেখীর রাতে
বকুলও ফুল ফুটাইয়া আতর ছিটায় তাতে
প্রেমিকা তন্বী নদী
বাঁকিয়া গেলো যদি
আসমানও বাজ হানিয়া
গান শুনাইয়া দিলো
দিগন্তে আকাশ আইস্যা নদীরে জড়াইলো
নামাইয়া আইনো চাঁদের আঁকশি খানা প্রিয়
নামাইয়া আইনো চাঁদের আঁকশিখানা প্রিয়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri