কোলআঁচলে শুয়ে স্মৃতি
বালিঘড়ি কিনছে সময়
ভালো আছি বিজ্ঞাপনে
মুখচোরা যন্ত্রণারাই
ভরাডুবি তাই ফেরা
স্বার্থপর সময়েরা
পাল্টায়না কোনও কিছুই
চোখে লেগে আলেয়ারা
থামা নেই, থামা নেই
কোন কৌটোতে অতীতকে রাখি
এ আবর্তে মুহূর্তরা
সময়ের ঝিলে পরিযায়ী পাখি
ঈশাণের মতো শুধু মেঘ জমে মনে
আর দু'চোখে শ্রাবণ আসে ব্যথায়
কত চেনা মুখ হারিয়েছে অকপটে
শুধু ভুল বোঝাবুঝি মিশে কথায়
ফিরে যাওয়া আকুতিরা নিথর
ছেঁড়া হিসেবের ধারাপাত
কীভাবে গুনবো আজ, কত কে হারিয়ে গেছে
জলেরা শিখেছে আঘাত
সে জলে কূল ভেঙে কাঁদে নদী
সুখ উদ্বাস্তুর মতো যদি
তার খেলাঘর নিপুণ এক ফাঁকি
থামা নেই, থামা নেই
কোন কৌটোতে অতীতকে রাখি
এ আবর্তে মুহূর্তরা
সময়ের ঝিলে পরিযায়ী পাখি
থামা নেই, থামা নেই
কোন কৌটোতে অতীতকে রাখি
এ আবর্তে মুহূর্তরা
সময়ের ঝিলে পরিযায়ী পাখি
হুম, ঝিলে পরিযায়ী পাখি
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri