Kishore Kumar Hits

Arko Mukherjee - Hori Dukho Dao Je Jonare şarkı sözleri

Sanatçı: Arko Mukherjee

albüm: Ghater Kotha


যার কপালে নাই সুখ
যার কপালে নাই সুখ, ব্রহ্মাণ্ড বৈমুখ
দুখ বিনে সুখ নাই ত্রি-সংসারে
হরি দুঃখ দাও যে জনারে
হরি হে, তুমি দুঃখ দাও যে জনারে
যার কপালে নাই সুখ, ব্রহ্মাণ্ড বৈমুখ
ওরে, দুখ বিনে সুখ নাই ত্রি-সংসারে
তুমি দুঃখ দাও যে জনারে

ওরে পূর্ব-অর্জিত ধন যদি গাড়া থাকে ঘরে
পূর্ব-অর্জিত ধন যদি গাড়া থাকে ঘরে
কপাল দোষে হয়, হয় স্থানান্তরে
যা কিছু থাকে চোরে চুরি করে
যা কিছু থাকে চোরে চুরি করে
দলিলপত্র উইয়ে ধরে
হরি হে, তুমি দুঃখ দাও যে জনারে

জলে বাস করে জলে লাগাও আগুন
জলে বাস করে জলে লাগাও আগুন
পোড়ে দালান বাড়ি, ছোটে টালি চুন
জলে বাস করে জলে লাগাও আগুন
পোড়ে দালান বাড়ি, ছোটে টালি চুন
যার কপালে যেদিন লাগাও হে আগুন
যার কপালে যেদিন লাগাও হে আগুন
যার কপালে যেদিন লাগাও হে আগুন
তার লোহার কড়িতে ঘুন ধরে
হরি, দুঃখ দাও যে জনারে

ক্ষেতে না হয় শস্য, বৃক্ষে না হয় ফল
ক্ষেতে না হয় শস্য, বৃক্ষে না হয় ফল
আরে দুগ্ধবতী গাভীর দুগ্ধহীন সকল
সরোবর শূণ্য, শুকায়ে যায় জল
সরোবর শূণ্য, শুকায়ে যায় জল
জল বিনে মৎস, মৎস মরে
হরি, দুঃখ দাও যে জনারে

বাণিজ্য করিতে গেলাম দূরদেশে
ওরে, খাঁটি সোনা-রূপো কিনিলাম মেজে-ঘষে
বাণিজ্য করিতে গেলাম দূরদেশে
খাঁটি সোনা-রুপো কিনিলাম মেজে-ঘষে
কপাল দোষে হল তামা-দস্তা-সিসে
কপাল দোষে হল তামা-দস্তা-সিসে
কপাল দোষে হল তামা-দস্তা-সিসে
হিরে বিকে জিরের দরে
হরি হে, তুমি দুঃখ দাও যে জনারে

কোথা থেকে পাপঋণ এসে জোটে
ঋণের দায়ে বিকায়
ওরে, ঋণের দায়ে বিকায় জমি-জায়গা-ভিটে
কোথা থেকে পাপঋণ এসে জোটে
ঋণের দায়ে বিকায়, বিকায়, বিকায়, জমি-জায়গা-ভিটে
নীলকণ্ঠ তাই বেড়ায় ছুটে ছুটে
নীলকণ্ঠ তাই বেড়ায় ছুটে ছুটে
খেটে খুটে পেট না ভরে
হরি, দুঃখ দাও যে জনারে
যার কপালে নাই সুখ, ব্রহ্মাণ্ড বৈমুখ
ওরে, যার কপালে নাই সুখ, ব্রহ্মাণ্ড বৈমুখ
ওরে, দুখ বিনে সুখ নাই
সুখ নাই ত্রি-সংসারে
হরি, দুঃখ দাও যে জনারে
হরি হে, তুমি দুঃখ দাও যে জনারে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar