Kishore Kumar Hits

Sohan Rahman - Raater Golpo şarkı sözleri

Sanatçı: Sohan Rahman

albüm: Raater Golpo


এই রাত বল, তুই (এই, এই, এসো শুনি তোমার গল্প)
হবি কি আমার? (এই, এই)
হবি কি আমার? (এসো, এসো শুনি তোমার গল্প)
পিছে ঘর ফেলে পিছুটান ভুলে ছুটে চলি সারারাত
থেকে চোখ বুজে ভুলে সুখ খুঁজে হেঁটে চলি সারারাত
ছুটে চলি, বুনে চলি পথ, কোথায় নিয়ে যায়
খুঁজে চলি, বুনে চলি, সারাটা রাত অপচয়
এই রাত বল, তুই হবি কি আমার?
সাথে নিবি কি না বল
সাথে নিবি কি না বল
এই রাত বল, তুই হবি কি আমার?
সাথে নিবি কি না বল
সাথে নিবি কি না বল
এই, কেউ আর বলে না, "রাতে ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি"
কেউ আর বলে না রেগে, "আসতে কেন এত দেরি?"
আমার এই ছোট্ট চিঠি পাঠাই তোমার কাছে, প্রিয়
নিয়ো আমার ভালোবাসা, কেমন আছো আমায় খবর দিয়ো
আর যদি ভুলেও মনে পড়ে আমার কথা
মনে রেখো আছি পাশে, হয়ে আছি কাগজের পাতা
হাতে হাত রেখে হাঁটা, রাত জেগে কথা বলা
কেন জানি মনে হচ্ছে দূর থেকে করছো আমায় অবহেলা
কত দিন কত রাত কেটে যায়, অন্ধকারে ঝরে যায় চোখের পানি
চলে গেছো অনেকটা দূরে, আসবে না ফিরে আর এটাও জানি
তবু কেন পারি না তোকে ছাড়া থাকতে? কেন পারি না বাঁচতে?
কেন পারি না তোর সাথে কাটানো স্মৃতিগুলো মুছে ফেলতে?
আমার চোখ বুজলেই দেখি তবে চোখ খুললেই কেন খুঁজে পাই না?
সত্যি করে বলছি আজ তোমায় মনে করতে চাই না
গেছি দুঃখ ভুলে, হাসতে জানি, নিজের মতো বাঁচতে জানি
জীবনযুদ্ধে মাথা উঁচু করে পরাজয় মানতে জানি
এই রাত বল, তুই হবি কি আমার?
সাথে নিবি কি না বল
সাথে নিবি কি না বল
এই, এসো শুনি তোমার গল্প প্রশ্ন ছাড়া
মেনে তুমি বেশি আমি অল্প সর্বহারা
এসো শুনি তোমার গল্প সারারাত
ভেবে যাবো ভবিষ্যৎ কপালে হাত
এসো শুনি তোমার গল্প প্রশ্ন ছাড়া
মেনে তুমি বেশি আমি অল্প সর্বহারা
এসো শুনি তোমার গল্প সারারাত
ভেবে যাবো ভবিষ্যৎ কপালে হাত
এই রাত বল, তুই হবি কি আমার?
সাথে নিবি কি না বল
সাথে নিবি কি না বল
এই রাত বল, তুই হবি কি আমার?
সাথে নিবি কি না বল
সাথে নিবি কি না বল

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar