তোমার নামে বৃষ্টি নামে অঝোর ধারায় ঝরে শ্রাবণধারা পরশ ভেবে আগলে নেবো তারে বুঝবে না কেউ তোমার আমার এই যে অভিমান ছুঁয়ে থাকার এই তো সুযোগ হোক না পিছুটান তোমার নামে বৃষ্টি নামে অঝোর ধারায় ঝরে ♪ খামখেয়ালি মেঘের ভেলায় রোদের লুকোচুরি সবকিছুকে ভুলতে গিয়েও ভুলতে কি তা পারি? কখনো দেখি খোলা আকাশ নীল দিগন্ত শূন্য ভাবনাগুলো ভিড় করে না কে বাঁচে কার জন্য? নিকষ কালো এই মেঘ দেখে স্বপ্ন আজও বুনি তোমার মতো শ্রাবণ মেঘও আজ বড্ড অভিমানী তোমার নামে বৃষ্টি নামে অঝোর ধারায় ঝরে শ্রাবণধারা পরশ ভেবে আগলে নেবো তারে