যে বিরহে কাদি নোটে লিখে রাখি মোহিনী তোমার কথা নিজের চোখে দেখা রূপের অরণ্যে খানিকের জন্যে ডেকেছো একা আমায় ভুলিয়ে নেবে কোথায়? মোহিনী কবিতা পরে চিনেছি তোমায় সব কবিগণ-এ ভুল করে তোমারই বিধায় তাই লিখে গেছে চিঠিকারে কবিতা বানায় তুমি কবিদের মন থেকে পালাবে কোথায় যেই ব্যাগ থেকে টাকাগুলি বের করেছি ঘুরঘুর করে সেটা দেখার এতো কি? চিনি চিনি আমি এই মোহিনী তারে প্রেম প্রেম খেলা শেষে খুঁজে পাবা কি আর? খুঁজে পাবা কি আর, খুঁজে পাবা কি আর খুঁজে পাবা কি আর, খুঁজে পাবা কি আর খুঁজে পাবা কি আর, খুঁজে খুঁজে পাবা কি আর খুঁজে খুঁজে পাবা কি আর খুঁজে পাবা কি? Damn, you really can't find another me Still thinking bout you in these melodies Been in a different country for a year Still can't let go of the memories Still my muse for these symphonies You play around, you in love with me Gave you all that I ever had Swear this is all I got left of me I was 16 when I fell for you Sweet dreams when I got with you Cali weed guess the smokescreens Made it hard to see the real you Now all my songs are kinda blue Said some shit only kinda true Now we enemies, what you do to me Don't see myself replacing you I was never the one to be toxic How could I give you the power to do this Guess it was with you I found my new bliss And it's never the same with a new bitch The cupid is dead You're still in my head Can't escape this new music Know our flags are red আমি কি করে বোঝাবো? অভিনয় করে দেখাবো? তুমি বোধয় বোঝোই নাই ভালোবাসার ধোকা কি হয় জানি তুমি নিষ্পাপ মেয়ে জানি তুমি নিষ্পাপ মেয়ে মোহিনী কবিতা পরে চিনেছি তোমায় সব কবিগণ-এ ভুল করে তোমারই বিধায় তাই লিখে গেছে চিঠিকারে কবিতা বানায় তুমি কবিদের মন থেকে পালাবে কোথায় যেই ব্যাগ থেকে টাকাগুলি বের করেছি ঘুরঘুর করে সেটা দেখার এতো কি? চিনি চিনি আমি এই মোহিনী তারে প্রেম প্রেম খেলা শেষে খুঁজে পাবা কি আর? খুঁজে পাবা কি আর, খুঁজে পাবা কি আর খুঁজে পাবা কি আর, খুঁজে পাবা কি আর খুঁজে পাবা কি আর, খুঁজে খুঁজে পাবা কি আর খুঁজে খুঁজে পাবা কি আর খুঁজে পাবা কি? কবিতায় যা তা বলেছি তোমাকে যা তা বলেছি মোহিনী মোহিনী মোহিনী আমাকে ভুলে গিয়েছো কি?