(Yeah) যেদিন আমি আসবো ফিরে তোমারই কাছে হৃদয় নিতে জানি তোমার নতুন ঠিকানা (জানি তোমার নতুন ঠিকানা) ভুলে গেছি সেটা ভেবনা বলি তোমায়, তুমি শোনোই না যেদিন আমি আসবো ফিরে দরজা জানালা রেখ লাগিয়ে সেদিন তুমি তৈরি থেকো জান, ও জান জানো না এই বুকের অভিমান ও মান যে নারী দায়ী, যে নারী দায়ী যে নারী দায়ী তাকে জানিয়ে দাও যে নারী দায়ী, যে নারী দায়ী যে নারী দায়ী তাকে জানিয়ে দাও কী দোষের সাজা দিলে আমাকে? কী দারুণ মুহূর্ত বৃথা যাবে জানো না! ওহ আমি ভুলিনি স্মরণ করি যে তারে প্রতিদিন ভালো যে বেসেছি তারে বুঝে নাই ভালো যে বেসেছি তারে বুঝে নাই (বুঝে নাই, woah) সেদিন তুমি তৈরি থেকো জান, ও জান জানো না এই বুকের অভিমান ও মান যে নারী দায়ী, যে নারী দায়ী যে নারী দায়ী তাকে জানিয়ে দাও যে নারী দায়ী, যে নারী দায়ী যে নারী দায়ী তাকে জানিয়ে দাও