কারো লেখা চিঠি পড়ি না কোন ভুলের ক্ষমা করি না তবুও তোমারই নাম এলে চাইনা কাউকেই আর জানোনা? কারো লেখা চিঠি পড়ি না কোন ভুলের ক্ষমা করি না তবুও তোমারই নাম এলে চাইনা কাউকেই আর আমি তুলির আঁচড়, তুমি রঙ মলিন ছোয়ায় ভাঙবে তোমারি মন খেয়াল করে দেখ যদি আমায় বলছি আমি ইশারায় এই প্রেম-এ পড়ে গেলে আসে সাজা আসে ক্ষোভ আমার প্রেম-এ পড়ে গেলে আসে গাজা-লাল চোখ (গাজা-লাল চোখ) ভুলগুলি যে ভুল হয়ে থেকে যায় তুমি বিনয়ী মোর সাথে কেন হায় আমি যারে-তারে ভালোবাসি জেনেও কি থাকবে হয়ে আমার? কারো লেখা চিঠি পড়ি না কোন ভুলের ক্ষমা করি না তবুও তোমারই নাম এলে চাইনা কাউকেই আর আঁধার ঘরের আলো আমি তোমার নাজুক এ মন বাঁচিয়ে নিয় জান খেয়াল করে যদি দেখ আমায় বলছি আমি ইশারায় এই প্রেম-এ পড়ে গেলে আসে সাজা আসে ক্ষোভ আমার প্রেমে পড়ে গেলে আসে গাজা-লাল চোখ এই প্রেম-এ পড়ে গেলে আসে সাজা আসে ক্ষোভ আমার প্রেমে এ পড়ে গেলে আসে গাজা-লাল চোখ