এখানে পথ আমার হেঁটে চলা আনমনে। সুদূরের লক্ষ্য আমায় ডাকছে ক্ষণে ক্ষণে। যেখানেই যাই না কেন সবই অপরিচিত। একলা পথে আমি একা আনন্দে হই ভীত। দিন যায়, চাঁদ আসে, রাত নির্ঘুম। মনে মোর সুরের হাওয়া বৃষ্টির গান ঝুম! চাঁদের আলোয় দীপ্ত আকাশ বাতাস-শঙ্কচুর, ভেজা কাক হয়ে হাঁটি যাত্রা যতদূর। অবশেষে রাত্রি পোহায় এখানে ই আমার বাস। ক্লান্ত আমি দেখছি তোমায় গভীর দীর্ঘশ্বাস। দিন যায়, চাঁদ আসে, দিন যায়, চাঁদ আসে রাত নির্ঘুম। মনে মোর সুরের হাওয়া, মনে মোর সুরের হাওয়া বৃষ্টির গান ঝুম!