কাঁচের মতো এই হৃদয়
তোমার ভেঙ্গে দিলাম
ধূসর বালির স্রোতে
ভাসিয়ে তোমায় দিলাম
জানি না কোথায় পাবো তোমাকে
বুঝি না কেন চাই যে কাছে
জানি না কোথায় পাবো তোমাকে
বুঝি না কেন চাই যে কাছে
কাঁচের মতো এই হৃদয়
তোমার ভেঙ্গে দিলাম
ধূসর বালির স্রোতে
ভাসিয়ে তোমায় দিলাম
♪
বন্দি আছি তোমার হাওয়ায়
বুঝেছি তোমার শেষ যাওয়ায়
বন্দি আছি তোমার চাওয়ায়
চেয়েছো কত কাছে আমায়
ভুলেছি তোমায় কেন জানি না
খুঁজেছি তোমায় নীল কামনায়
ভুলেছি তোমায় কেন জানি না
খুঁজেছি তোমায় নীল কামনায়
ভুলেছি তোমায় কেন জানি না
খুঁজেছি তোমায় নীল কামনায়
♪
কতটা ভালোবেসেছো, স্বপ্নে সাজিয়েছো
কতটা কাছে ডেকেছো, কতটা দূরে গিয়েছো
খুঁজে যাই তোমায় নীল আকাশে
খুঁজে যাই তোমায় রাতের তারাতে
খুঁজে যাই তোমায় নীল আকাশে
খুঁজে যাই তোমায় রাতের তারাতে
খুঁজে যাই তোমায় নীল আকাশে
খুঁজে যাই তোমায় রাতের তারাতে
জানি না কোথায় পাবো তোমাকে
বুঝি না কেন চাই যে কাছে
ভুলেছি তোমায় কেন জানি না
খুঁজেছি তোমায় নীল কামনায়
খুঁজে যাই তোমায় নীল আকাশে
খুঁজে যাই তোমায় রাতের তারাতে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri