ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর
বেঁধেছে এমন ঘর
শূন্যের উপর পোছতা করে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
♪
সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নেই তো মাটি
সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নেই তো মাটি
কিসে ঘর রবে খাঁটি
কিসে ঘর রবে খাঁটি
ঝড় তুফান এলে পরে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
♪
মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা
মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা
তাহে এক পাগলা বেটা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
♪
উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারই
উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারই
লালন কয়, "যেতে পারি"
লালন কয়, "যেতে পারি
কোন দরজা তুলে ঘরে"
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর
বেঁধেছে এমন ঘর
শূন্যের উপর পোছতা করে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri