আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে
আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে
জানি নে, জানি নে
কিছুতে কেন যে মন লাগে না
ঝরো ঝরো মুখর বাদরদিনে
আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে
♪
এই চঞ্চল সজল পবন-বেগে
উদ্ভ্রান্ত মেঘে মন চায়, মন চায়
এই চঞ্চল সজল পবন-বেগে
উদ্ভ্রান্ত মেঘে মন চায়, মন চায়
ওই বলাকার পথখানি নিতে চিনে
আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে
আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে
♪
মেঘমল্লারে সারা দিনমান
বাজে ঝরনার গান
বাজে ঝরনার গান
মেঘমল্লারে সারা দিনমান
বাজে ঝরনার গান
বাজে ঝরনার গান
মন হারাবার আজি বেলা
পথ ভুলিবার খেলা
মন চায়, মন চায়
হৃদয় জড়াতে কার চিরঋণে
আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে
আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে
জানি নে, জানি নে
কিছুতে কেন যে মন লাগে না
ঝরো ঝরো মুখর বাদরদিনে
আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri