Kishore Kumar Hits

Arundhati Holme Chowdhury - Bone Jodi Footolo Kusum - Original şarkı sözleri

Sanatçı: Arundhati Holme Chowdhury

albüm: Aamar Mukti (Original)


বনে যদি ফুটল কুসুম
নেই কেন সেই পাখি, নেই কেন
নেই কেন সেই পাখি
কোন সুদূরের আকাশ হতে আনবো
আনবো তারে ডাকি
নেই কেন সেই পাখি, নেই কেন
নেই কেন সেই পাখি
বনে যদি ফুটল কুসুম

হাওয়ায় হাওয়ায় মাতন জাগে
পাতায় পাতায় নাচন লাগে গো
এমন মধুর গানের বেলায় সেই
সেই শুধু রয় বাকি
নেই কেন সেই পাখি, নেই কেন
নেই কেন সেই পাখি
বনে যদি ফুটল কুসুম

উদাস-করা, হৃদয়-হরা
না জানি কোন ডাকে
সাগর-পারের বনের ধারে
কে ভুলালো তাকে
আমার হেথায় ফাগুন বৃথায়
বারে বারে ডাকে যে তায় গো
এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন
কেন সে দেয় ফাঁকি
নেই কেন সেই পাখি, নেই কেন
নেই কেন সেই পাখি
বনে যদি ফুটল কুসুম
নেই কেন সেই পাখি, নেই কেন
নেই কেন সেই পাখি
কোন সুদূরের আকাশ হতে আনবো
আনবো তারে ডাকি
নেই কেন সেই পাখি, নেই কেন
নেই কেন সেই পাখি
বনে যদি ফুটল কুসুম

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar