Arundhati Holme Chowdhury - Mor Bina Othe - Original şarkı sözleri
Sanatçı:
Arundhati Holme Chowdhury
albüm: Kon Aalo Laglo Chokhe (Original)
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
মম অন্তর কম্পিত আজি
নিখিলের হৃদয়স্পন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
♪
আসে কোন তরুণ অশান্ত
উড়ে বসনাঞ্চলপ্রান্ত
আলোকের নৃত্যে বনান্ত
মুখরিত অধীর আনন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
♪
অম্বরপ্রাঙ্গনমাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে
অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে
অম্বরপ্রাঙ্গনমাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে
অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে
কার পদপরশন-আশা
তৃণে তৃণে অর্পিল ভাষা
কার পদপরশন-আশা
তৃণে তৃণে অর্পিল ভাষা
সমীরণ বন্ধনহারা
উনমন কোন বনগন্ধে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
মম অন্তর কম্পিত আজি
নিখিলের হৃদয়স্পন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri