Kishore Kumar Hits

Arundhati Holme Chowdhury - Ha Re Re - Original şarkı sözleri

Sanatçı: Arundhati Holme Chowdhury

albüm: Kon Aalo Laglo Chokhe (Original)


হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে দে রে
যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে
হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে দে রে
যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে
হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে দে রে

ঘনশ্রাবণধারা যেমন বাঁধনহারা
ঘনশ্রাবণধারা যেমন বাঁধনহারা
বাদল-বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে
হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে দে রে

হারে রে রে রে রে, আমায় রাখবে ধরে কে রে
দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে
হারে রে রে রে রে, আমায় রাখবে ধরে কে রে
বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে
বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে
অট্টহাস্যে সকল বিঘ্ন-বাধার বক্ষ চেরে
হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে দে রে
যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে
হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে দে রে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar