Kishore Kumar Hits

Satinath Mukherjee - Purane Bhugole Durane Dugole şarkı sözleri

Sanatçı: Satinath Mukherjee

albüm: Charachori Garagodi


কারা যেন বলে গেল খুব ভোরে
লেখা আছে নাকি কোথাকার কোন ভূগোল
কৌরব দল হেরেছিল ফুটবলে
পাণ্ডব দল জিতেছিল ম্যাচ দু' goal-এ
তারাই আবার বলে গেল রাতে এসে
লেখা আছে নাকি কোন বেদে নাকি পুরাণে
পান্ডব দল হেরেছিল ক্রিকেটেতে
কৌরব দল জিতেছিল test দু' run-এ
বললে তারাই, সেসময় ফুটবল
খেলা হতো নাকি অতি অদ্ভুত উপায়ে
হাত দিয়ে বল ছোঁড়া হতো খুব জোড়ে
গোলকিরা ভূয়ে আটকাতো শুয়ে দু'পায়ে
এসব তথ্য পেলো ওরা পুঁথি ঘেঁটে
চীন, তিব্বত, জাপান, নেপাল ও ভুটানে
কোথা কোন ঋষি লিখে গেছে কে কি কবে
গুহাতে দু'হাতে খাগের কলমে দু'টানে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar