Kishore Kumar Hits

Satinath Mukherjee - Abhyasti Palta Na şarkı sözleri

Sanatçı: Satinath Mukherjee

albüm: Tulir Tane


তক্কো কেন, চুপটি করে অভ্যাসটি পালটা না
ঝুট-ঝামেলা, গোঁয়ার্তুমির এক্কেবারেই কাল টানা
দেখ না আমি শান্ত মনে লিখছি কত কবিতা
এইবার শোন বলছি তোকে, আঁক না মনের ছবিটা
আজকে আমি লিখছি যে বই রায়সাহেবের কবিতার
আদ্যোপান্ত হাসির ছড়া আগা-গোড়া সবই তার
গাধার চাল, পাগলা দাশু, নোটবইটা অবাকপুরে
বাংলাবাসীর ভুলত্রুটি সব ধরছি আমি সদাই ঘুরে
ক্লান্ত হলি এটুকু শুনে? আরও অনেক রইলো বাকি
বখাটে তোর সাধ্য আছে? কাজের বেলায় দিস যে ফাঁকি!
মিথ্যেবাদী, অ-কালচারি, উঠিস কেন? হয়নি শেষ
ও শ্যামাদাস, আজকে থেকে হটিয়ে দে না হিংসা-দ্বেষ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar