Firoza Begum - Prajapati Prajapati Kothay Pele şarkı sözleri
Sanatçı:
Firoza Begum
albüm: Nazrul Geeti
প্রজাপতি, প্রজাপতি
প্রজাপতি, প্রজাপতি
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
প্রজাপতি, প্রজাপতি
প্রজাপতি, প্রজাপতি
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
টুকটুকে লাল-নীল ঝিলিমিলি আঁকাবাঁকা
টুকটুকে লাল-নীল ঝিলিমিলি আঁকাবাঁকা
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
প্রজাপতি, প্রজাপতি
প্রজাপতি, প্রজাপতি
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
♪
তুমি টুলটুলে বন-ফুলে মধু খাও
মোর বন্ধু হয়ে ওই মধু দাও, মধু দাও
তুমি টুলটুলে বন-ফুলে মধু খাও
মোর বন্ধু হয়ে ওই মধু দাও, মধু দাও
ওই পাখা দাও সোনালী-রূপালী পরাগ মাখা
ওই পাখা দাও সোনালী-রূপালী পরাগ মাখা
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
প্রজাপতি, প্রজাপতি
প্রজাপতি, প্রজাপতি
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
♪
মোর মন যেতে চায় না পাঠশালাতে
প্রজাপতি, তুমি নিয়ে যাও সাথী করে
তোমার সাথে, প্রজাপতি
মোর মন যেতে চায় না পাঠশালাতে
প্রজাপতি, তুমি নিয়ে যাও সাথী করে
তোমার সাথে প্রজাপতি
তুমি হওয়ায় নেচে নেচে যাও
আজ তোমার মত মোরে আনন্দ দাও
তুমি হওয়ায় নেচে নেচে যাও
আজ তোমার মত মোরে আনন্দ দাও
এই জামা ভাল লাগে না
মোর এই জামা ভাল লাগে না
দাও জামা ছবি আঁকা
এই জামা ভাল লাগে না
দাও জামা ছবি আঁকা
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
প্রজাপতি, প্রজাপতি
প্রজাপতি, প্রজাপতি
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
টুকটুকে লাল-নীল ঝিলিমিলি আঁকাবাঁকা
টুকটুকে লাল-নীল ঝিলিমিলি আঁকাবাঁকা
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
প্রজাপতি, প্রজাপতি
প্রজাপতি, প্রজাপতি
প্রজাপতি, প্রজাপতি
প্রজাপতি, প্রজাপতি
প্রজাপতি, প্রজাপতি
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri