Kishore Kumar Hits

Firoza Begum - Ami Gagan Gahane Sandhya Tara şarkı sözleri

Sanatçı: Firoza Begum

albüm: Nazrul Geeti


আমি গগন গহনে সন্ধ্যা-তারা
কনক গাঁদার ফুল গো
গগন গহনে সন্ধ্যা-তারা
কনক গাঁদার ফুল গো
গোধূলির বুকে হেসে উঠি আমি
এক নিমেষের ভুল গো
কনক গাঁদার ফুল গো
গগন গহনে সন্ধ্যা-তারা

আমি ক্ষণিকা
আমি সাঁঝের অধরে ম্লান আনন্দ-কণিকা
আমি ক্ষণিকা
আমি সাঁঝের অধরে ম্লান আনন্দ-কণিকা
আমি অভিমানিনীর খুলে ফেলে দেওয়া মণিকা
আমি অভিমানিনীর খুলে ফেলে দেওয়া মণিকা
আমি দেব-কুমারীর দুল গো
কনক গাঁদার ফুল গো
গগন গহনে সন্ধ্যা-তারা

আলতা রাখার পাত্র আমার আধখানা চাঁদ ভাঙা
তাহারি রং গড়িয়ে পরে অস্ত আকাশ রাঙা
হায়, অস্ত আকাশ রাঙা
আলতা রাখার পাত্র আমার আধখানা চাঁদ ভাঙা
তাহারি রং গড়িয়ে পরে অস্ত আকাশ রাঙা
হায়, অস্ত আকাশ রাঙা
আমি একমুঠো আলো কৃষ্ণা-সাঁঝের হাতে
আমি একমুঠো আলো কৃষ্ণা-সাঁঝের হাতে
আমি নিবেদিত ফুল আকাশ-নদীতে রাতে
ভাসিয়া বেড়াই যার উদ্দেশে গো
ভাসিয়া বেড়াই যার উদ্দেশে গো
তার পাই না চরণ-কূল
কনক গাঁদার ফুল গো
গগন গহনে সন্ধ্যা-তারা
কনক গাঁদার ফুল গো
গগন গহনে সন্ধ্যা-তারা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar