Firoza Begum - Bagichay Bulbuli Tui şarkı sözleri
Sanatçı:
Firoza Begum
albüm: Nazrul Geeti
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল
আজও তার ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল
আজও তার ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল
♪
আজও হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন
আজও হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন
আসেনি দখনে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোল
আসেনি দখনে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোল
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল
♪
কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে
কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে
শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপোল
শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপোল
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল
♪
ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙা আসবে ফুলের বান
ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙা আসবে ফুলের বান
কুঁড়িদের ওষ্ঠপুটে লুটবে হাসি, ফুুটবে গালে টোল
কুঁড়িদের ওষ্ঠপুটে লুটবে হাসি, ফুুটবে গালে টোল
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল
♪
কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে, কুল পেলিনে আর
কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে, কুল পেলিনে আর
ফুলে তোর বুক ভরেছিস, আজকে জলে ভর রে আঁখির কোল
ফুলে তোর বুক ভরেছিস, আজকে জলে ভর রে আঁখির কোল
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল
আজও তার ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল
আজও তার ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri