Kishore Kumar Hits

Firoza Begum - Utol Holo Shanto Akash şarkı sözleri

Sanatçı: Firoza Begum

albüm: Ami Purobo Desher Puronari


উতল হ'ল শান্ত আকাশ তোমার কলগীতে
উতল হ'ল শান্ত আকাশ তোমার কলগীতে
বাদল ধারা ঝরে বুঝি তাই
বাদল ধারা ঝরে বুঝি তাই আজ নিশীথে
তোমার কলগীতে
উতল হ'ল শান্ত আকাশ তোমার কলগীতে

সুর যে তোমার নেশার মত, মনকে দোলায় অবিরত
সুর যে তোমার নেশার মত, মনকে দোলায় অবিরত
ফুলকে শেখায় ফুটিতে গো
ফুলকে শেখায় ফুটিতে গো, পাখিকে শিস দিতে
তোমার কলগীতে
উতল হ'ল শান্ত আকাশ তোমার কলগীতে

কেন তুমি গানের ছলে বঁধু, বেড়াও কেঁদে?
কেন তুমি গানের ছলে বঁধু, বেড়াও কেঁদে?
তীরের চেয়েও সুর যে তোমার প্রাণে অধিক বিঁধে
তোমার সুরে কোন সে ব্যথা, দিলো এতো বিহ্বলতা?
তোমার সুরে কোন সে ব্যথা, দিলো এতো বিহ্বলতা?
আমি জানি ওগো, আমি জানি সে বারতা
তাই কাঁদি নিভৃতে
তোমার কলগীতে
উতল হ'ল শান্ত আকাশ তোমার কলগীতে
উতল হ'ল শান্ত আকাশ তোমার কলগীতে
তোমার কলগীতে
তোমার কলগীতে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar