Firoza Begum - Kaberi Nodi Jole şarkı sözleri
Sanatçı:
Firoza Begum
albüm: Ami Purobo Desher Puronari
কাবেরী নদী জলে কে গো বালিকা
কাবেরী নদী জলে কে গো বালিকা
আনমনে ভাসাও চম্পা-শেফালিকা
আনমনে ভাসাও চম্পা-শেফালিকা
কাবেরী নদী জলে কে গো বালিকা
কাবেরী নদী জলে কে গো বালিকা
♪
প্রভাত সিনানে আসি অলসে
কঙ্কন তাল হানো কলসে
প্রভাত সিনানে আসি অলসে
কঙ্কন তাল হানো কলসে
খেলে সমীরণ লয়ে কবরীর মালিকা
খেলে সমীরণ লয়ে কবরীর মালিকা
কাবেরী নদী জলে কে গো বালিকা
কাবেরী নদী জলে কে গো বালিকা
♪
দিগন্তে অনুরাগে নবারুণ জাগে
তব জল ছল ছল করুণা মাগে
দিগন্তে অনুরাগে নবারুণ জাগে
তব জল ছল ছল করুণা মাগে
ঝিলাম, রেবা নদীর তীরে
মেঘদূত বুঝি খুঁজে ফিরে
ঝিলাম, রেবা নদীর তীরে
মেঘদূত বুঝি খুঁজে ফিরে
তোমারই তন্বী শ্যামা কর্ণাটিকা
তোমারই তন্বী শ্যামা কর্ণাটিকা
কাবেরী নদী জলে কে গো বালিকা
কাবেরী নদী জলে কে গো বালিকা
আনমনে ভাসাও চম্পা-শেফালিকা
আনমনে ভাসাও চম্পা-শেফালিকা
কাবেরী নদী জলে কে গো বালিকা
কাবেরী নদী জলে কে গো বালিকা
কাবেরী নদী জলে কে গো বালিকা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri