কী হবে জানিয়া কে তুমি বঁধু, কি তব পরিচয় কী হবে জানিয়া কে তুমি বঁধু, কি তব পরিচয় আমি জানি তুমি মোর প্রিয়তম, সুন্দর তনুময় কী হবে জানিয়া কে তুমি বঁধু, কি তব পরিচয় ♪ জগৎ তোমার পায়ে পড়ে আছে তুমি এসে কেন কাঁদ মোর কাছে জগৎ তোমার পায়ে পড়ে আছে তুমি এসে কেন কাঁদ মোর কাছে হে বিজয়ী, আমার বিজয়ী, আমি শুধু জানি তুমি হার মানি আমারে করেছ জয় কি তব পরিচয় কী হবে জানিয়া কে তুমি বঁধু, কি তব পরিচয় ♪ কত যে বিপুল মহিমা তোমার জানিতে দিয়ো না প্রিয় জনমে জনমে প্রিয়া বলে মোরে বক্ষে তুলিয়া নিও কত যে বিপুল মহিমা তোমার জানিতে দিয়ো না প্রিয় জনমে জনমে প্রিয়া বলে মোরে বক্ষে তুলিয়া নিও প্রভাত-সূর্যে ভরি দু'নয়ন বিশ্ব-প্রণাম করি গো যখন প্রভাত-সূর্যে ভরি দু'নয়ন বিশ্ব-প্রণাম করি গো যখন হেরি প্রিয়তম তুমি যে রয়েছো ছড়ানো ভূবনময় কি তব পরিচয় কী হবে জানিয়া কে তুমি বঁধু, কি তব পরিচয় আমি জানি তুমি মোর প্রিয়তম, সুন্দর তনুময় কী হবে জানিয়া কে তুমি বঁধু, কি তব পরিচয়