Kishore Kumar Hits

Firoza Begum - Kheliche Jolodebi şarkı sözleri

Sanatçı: Firoza Begum

albüm: Anjali Laho Mor


খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
তরঙ্গ-লহর তোলে লীলায়িত কুন্তলে
তরঙ্গ-লহর তোলে লীলায়িত কুন্তলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
জল-ছল উর্মি-নূপুর স্রোত-নীরে বাজে সুমধুর
জল-ছল উর্মি-নূপুর স্রোত-নীরে বাজে সুমধুর
জল-চঞ্চল ছল কাঁকন কেয়ূর
জল-চঞ্চল ছল কাঁকন কেয়ূর
ঝিনুকের মেখলা কটিতে দোলে
ঝিনুকের মেখলা কটিতে দোলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
তরঙ্গ-লহর তোলে লীলায়িত কুন্তলে
তরঙ্গ-লহর তোলে লীলায়িত কুন্তলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
আনমনে খেলে জল-বালিকা
খুলে পড়ে মুকুতা মালিকা
আনমনে খেলে জল-বালিকা
খুলে পড়ে মুকুতা মালিকা
হরষিত পারাবারে উর্মি জাগে
লাজে চাঁদ লুকালো গগন তলে
হরষিত পারাবারে উর্মি জাগে
লাজে চাঁদ লুকালো গগন তলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
তরঙ্গ-লহর তোলে লীলায়িত কুন্তলে
তরঙ্গ-লহর তোলে লীলায়িত কুন্তলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar