Firoza Begum - Anjali Laho Mor şarkı sözleri
Sanatçı:
Firoza Begum
albüm: Anjali Laho Mor
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
তোমায়, হে সুন্দর, বন্দিতে সঙ্গীতে
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
অঞ্জলি লহ মোর
তোমার দেবালয়ে কি সুখে কি জানি
দু'লে দু'লে ওঠে আমার দেহখানি
তোমার দেবালয়ে কি সুখে কি জানি
তোমার দেবালয়ে কি সুখে কি জানি
দু'লে দু'লে ওঠে আমার দেহখানি
আরতি-নৃত্যের ভঙ্গীতে সঙ্গীতে
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
অঞ্জলি লহ মোর
পুলকে বিকশিল প্রেমের শতদল
গন্ধে রূপে রসে টলিছে টলমল
পুলকে বিকশিল প্রেমের শতদল
গন্ধে রূপে রসে টলিছে টলমল
তোমার মুখে চাহি আমার বাণী যত
লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো
তোমার মুখে চাহি আমার বাণী যত
লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো
তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
তোমায়, হে সুন্দর, বন্দিতে সঙ্গীতে
অঞ্জলি লহ
অঞ্জলি লহ
অঞ্জলি লহ মোর
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri