Kishore Kumar Hits

Firoza Begum - Raat Er Mayur Charalo Je Tar şarkı sözleri

Sanatçı: Firoza Begum

albüm: Mone Rekho Mor Gaan


রাতের ময়ূর ছড়ালো যে পাখা
আকাশের নীল গায়
তুমি কোথায়, তুমি কোথায়?
আমার এ গান স্বপনে ভাসিয়া যায়
তুমি কোথায়, তুমি কোথায়?

তারার আঁখির কোলে
স্বপনে শিশির দোলে
তারার আঁখির কোলে
স্বপনে শিশির দোলে
চামেলী যে হায় চাঁদের পরশ চায়
তুমি কোথায়, তুমি কোথায়?

আমার এ গান জড়ানো পাখির প্রলাপে
এ সুর যেন গো রাঙানো প্রাণের গোলাপে
আমার এ গান জড়ানো পাখির প্রলাপে
এ সুর যেন গো রাঙানো প্রাণের গোলাপে
যেন এ মলয় আবেশে
চলে পাখির পালকে ভেসে
যেন আঁখিপল্লব নেমে আসে ধীরে
আঁখিপল্লব ছায়
আঁখিপল্লব নেমে আসে ধীরে
আঁখিপল্লব ছায়
তুমি কোথায়, তুমি কোথায়?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar