Kishore Kumar Hits

Firoza Begum - Mone Rakhar Din Giyeche şarkı sözleri

Sanatçı: Firoza Begum

albüm: Nijere Dhonno Mani


মনে রাখার দিন গিয়েছে
এখন ভোলার বেলা
মনে রাখার দিন গিয়েছে
এখন ভোলার বেলা
আর লাগে না ভালো আমার
হৃদয় নিয়ে খেলা
এখন ভোলার বেলা
মনে রাখার দিন গিয়েছে

লগ্ন ছিল, ছিল সময়
পরান ভরা ছিল প্রণয়
লগ্ন ছিল, ছিল সময়
পরান ভরা ছিল প্রণয়
সেদিন যদি আসতে মলয়
বসতো ফুলের মেলা
সেদিন যদি আসতে মলয়
বসতো ফুলের মেলা
এখন ভোলার বেলা
মনে রাখার দিন গিয়েছে
এখন ভোলার বেলা
মনে রাখার দিন গিয়েছে

সুকুমার সুন্দর যাহা ছিল আমার মাঝে
গেছে মরে নিরাশাতে, ঝরে গেছে লাজে
সুকুমার সুন্দর যাহা ছিল আমার মাঝে
গেছে মরে নিরাশাতে, ঝরে গেছে লাজে

আজ উদাসীন শূন্য মনে
ঘুরে বেড়াই অকারণে
আজ উদাসীন শূন্য মনে
ঘুরে বেড়াই অকারণে
তোমার চেয়েও আমি আমায় হানি অবহেলা
মনে রাখার দিন গিয়েছে
এখন ভোলার বেলা
আর লাগে না ভালো আমার
হৃদয় নিয়ে খেলা
এখন ভোলার বেলা
মনে রাখার দিন গিয়েছে
এখন ভোলার বেলা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar