Kishore Kumar Hits

Firoza Begum - E Ghoro Borishai şarkı sözleri

Sanatçı: Firoza Begum

albüm: Nijere Dhonno Mani


এ ঘোর বরিষায় মন যে তারে চায়
বেদনায় বারে বারে ফিরায়ে দিনু যারে
এ ঘোর বরিষায় মন যে তারে চায়
বেদনায় বারে বারে ফিরায়ে দিনু যারে
এ ঘোর বরিষায় মন যে তারে চায়

বিজলির ফাঁকে ফাঁকে
কোন বিরহিনীর বাঁশি ডাকে
বিজলির ফাঁকে ফাঁকে
কোন বিরহিনীর বাঁশি ডাকে
শুনি সুর, শুনি সুর পাইনে তারে
ফিরায়ে দিনু যারে
এ ঘোর বরিষায় মন যে তারে চায়
বেদনায় বারে বারে ফিরায়ে দিনু যারে
এ ঘোর বরিষায় মন যে তারে চায়

আমারে খুঁজি হায় সে বুঝি কেঁদে যায়
আমারে খুঁজি হায় সে বুঝি কেঁদে যায়
আকুল আঁখি ধারে, আকুল আঁখি ধারে
আমারই আঙিনায়
নাহি চাঁদ, নাহি তারা, রজনী তন্দ্রাহারা
নাহি চাঁদ, নাহি তারা, রজনী তন্দ্রাহারা
ভরে মন, ভরে মন হাহাকারে
ফিরায়ে দিনু যারে
এ ঘোর বরিষায় মন যে তারে চায়
বেদনায় বারে বারে ফিরায়ে দিনু যারে
এ ঘোর বরিষায় মন যে তারে চায়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar