Kishore Kumar Hits

Firoza Begum - Ase Basanta Phul Bone şarkı sözleri

Sanatçı: Firoza Begum

albüm: Feroza Begum - Evergreen Nazrul Geeti Hits


আসে বসন্ত ফুল বনে
সাজে বনভূমি সুন্দরী
আসে বসন্ত ফুল বনে
সাজে বনভূমি সুন্দরী
চরণে পায়েলা রুমুঝুমু
চরণে পায়েলা রুমুঝুমু
মধুপ উঠিছে গুঞ্জরি
আসে বসন্ত ফুল বনে

দোলে আলোছায়া বন দুকূল
ওড়ে প্রজাপতি কলকে ফুল
দোলে আলোছায়া বন দুকূল
ওড়ে প্রজাপতি কলকে ফুল
কর্ণে অতসী স্বর্ণ দুল
আলোক লতার সাতনরি
সাজে বনভূমি সুন্দরী
আসে বসন্ত ফুল বনে

সোনার গোধূলি নামিয়া আয়
আমার রূপালি ফুল শোভায়
আমার সজল আঁখি পাতায়
আমার সজল আঁখি পাতায়
আয় রামধনু রঙ ধরি
কবি, তোর ফুলমালী কেমন
ফাগুনে শুষ্ক পুষ্প বন
কবি, তোর ফুলমালী কেমন
ফাগুনে শুষ্ক পুষ্প বন
বরিবি বঁধুরে এলে চমন
রিক্ত হাতে কি ফুল ভরি
সাজে বনভূমি সুন্দরী
আসে বসন্ত ফুল বনে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar