Kishore Kumar Hits

Firoza Begum - Hasi Mukhe Basi Phul şarkı sözleri

Sanatçı: Firoza Begum

albüm: Atit Diner Smriti


আচ্ছা আপনি তো নজরুলের নানা ধরনের গান গেয়েছেন
বিভিন্ন স্বাদের, বিভিন্ন অঙ্গের গান
তার মধ্যে রাগাশ্রয়ী একটু গজল অঙ্গের গানও গেয়েছেন
আমার একটা গানের কথা মনে পড়ছে, ঐ যে
"হাসিমুখে বাসি ফুল ফেলে দাও ভোরে
মোর মন নিয়ে ফেলে দিলে তেমনি করে"
কিভাবে আমি যে সব সময় তার গানের প্রতি আকৃষ্ট হতাম
এই উপমা উনি অন্যভাবে করেছেন অন্যভাবে দেখছেন
এটা কিন্তু আমাকে খুব আকৃষ্ট করেছে
হাসিমুখে বাসি ফুল ফেলে দাও ভোরে
হাসিমুখে বাসি ফুল ফেলে দাও ভোরে
মন নিয়ে ফেলে দিলে তেমনি করে
মোর মন নিয়ে ফেলে দিলে তেমনি করে
হাসিমুখে বাসি ফুল ফেলে দাও ভোরে
কেন ডেকেছিলে তব উৎসব সভাতে
অবহেলা ভরে যদি ফেলে দিবে প্রভাতে
কেন ডেকেছিলে তব উৎসব সভাতে
অবহেলা ভরে যদি ফেলে দিবে প্রভাতে
অকারণ অকরুণ বাণ হানিতে কেন
অকারণ অকরুণ বাণ হানিতে কেন
বনের পাখিরে এনেছিলে পিঞ্জরে
মন নিয়ে ফেলে দিলে তেমনি করে
মোর মন নিয়ে ফেলে দিলে তেমনি করে
হাসিমুখে বাসি ফুল ফেলে দাও ভোরে
গান গেয়ে চলেছিনু আপনার পথে
কেন তব হৃদয়ে ঠাঁই দিলে আমারে এনে পথ হতে
পুতুল খেলার মতো মোরে লয়ে খেলিলে
বক্ষে তুলিয়া শেষে পায়ে দলে ফেলিলে
দেবতার পূজা শেষে বিগ্রহ লয়ে
দেবতার পূজা শেষে বিগ্রহ লয়ে
ডুবাইলে নদী জলে নিষ্ঠুর করে
মন নিয়ে ফেলে দিলে তেমনি করে
মোর মন নিয়ে ফেলে দিলে তেমনি করে
হাসিমুখে বাসি ফুল ফেলে দাও ভোরে
হাসিমুখে বাসি ফুল ফেলে দাও ভোরে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar