Kishore Kumar Hits

Sagar Sen - Ami Jene Shune Bish Korechhi Pan şarkı sözleri

Sanatçı: Sagar Sen

albüm: Tomra Ja Bolo Tai Bolo


জেনে শুনে বিষ করেছি পান
আমি জেনে শুনে বিষ করেছি পান
প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ
আমি জেনে শুনে বিষ করেছি পান
আমি জেনে শুনে বিষ করেছি পান
যতই দেখি তারে ততই দহি
আপন মনঃজ্বালা নীরবে সহি
যতই দেখি তারে ততই দহি
আপন মনঃজ্বালা নীরবে সহি
তবু পারি নে দূরে যেতে, মরিতে আসি
লই গো বুক পেতে অনল-বাণ
আমি জেনে শুনে বিষ করেছি পান
আমি জেনে শুনে বিষ করেছি পান
যতই হাসি দিয়ে দহন করে
ততই বাড়ে তৃষা প্রেমের তরে
যতই হাসি দিয়ে দহন করে
ততই বাড়ে তৃষা প্রেমের তরে
প্রেম-অমৃত-ধারা যতই যাচি
ততই করে প্রাণে অশনি দান
আমি জেনে শুনে বিষ করেছি পান
আমি জেনে শুনে বিষ করেছি পান
প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ
আমি জেনে শুনে বিষ করেছি পান

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar