Kishore Kumar Hits

Dohar - Bolo Go Bolo Go Sokhi şarkı sözleri

Sanatçı: Dohar

albüm: Bolo Go Bolo Go Sokhi - Single


বলো গো বলো গো, সখী, কোন বা দেশে যাই
কোন বা দেশে যাই
বলো গো বলো গো, সখী, কোন বা দেশে যাই
কোন বা দেশে যাই
এ গো, কোন বা দেশে গেলে আমার
(কোন বা দেশে) গেলে আমার
এ গো, কোন বা দেশে গেলে আমার প্রাণবন্ধুরে পাই
এ গো, কোন বা দেশে গেলে আমার প্রাণবন্ধুরে পাই
কোন বা দেশে যাই
বলো গো বলো গো, সখী, কোন বা দেশে যাই
কোন বা দেশে যাই

সুচিত্র পালঙ্কের মাঝে শুইয়া নিদ্রা যাই
শুইয়া নিদ্রা যাই
সুচিত্র পালঙ্কের মাঝে শুইয়া নিদ্রা যাই
শুইয়া নিদ্রা যাই
এ গো, শুইলে স্বপনে দেখি (শুইলে স্বপনে দেখি)
এ গো, শুইলে স্বপনে দেখি (শুইলে স্বপনে দেখি)
শ্যাম লইয়া বেড়াই
কোন বা দেশে যাই
বলো গো বলো গো, সখী, কোন বা দেশে যাই
কোন বা দেশে যাই

আপনা জাইনা প্রাণবন্ধুরে হৃদে দিসলাম ঠাঁই
হৃদে দিসলাম ঠাঁই
আপনা জাইনা প্রাণবন্ধুরে হৃদে দিসলাম ঠাঁই
হৃদে দিসলাম ঠাঁই
এ গো, দিয়া আশা ভাঙলো বাসা
(দিয়া আশা) ভাঙলো বাসা
এ গো, দিয়া আশা ভাঙলো বাসা প্রেমের দরকার নাই
এ গো, দিয়া আশা ভাঙলো বাসা, প্রেমের দরকার নাই
কোন বা দেশে যাই
বলো গো বলো গো, সখী, কোন বা দেশে যাই
কোন বা দেশে যাই

ভাইবে রাধারমণ বলে, শুন গো ধনী রাই
শুন গো ধনী রাই
ভাইবে রাধারমণ বলে, শুন গো ধনী রাই
শুন গো ধনী রাই
এ গো, পাইলে শ্যামরে ধরমু গলে
(পাইলে শ্যামরে) ধরমু গলে
এ গো, পাইলে শ্যামরে ধরমু গলে
পাইলে শ্যামরে ধরমু গলে
ছাড়াছাড়ি নাই
এ গো, ছাড়াছাড়ি নাই
কোন বা দেশে যাই
বলো গো বলো গো, সখী, কোন বা দেশে যাই
কোন বা দেশে যাই
এ গো, কোন বা দেশে গেলে আমার
(কোন বা দেশে) গেলে আমার
এ গো, কোন বা দেশে গেলে আমার প্রাণবন্ধুরে পাই
এ গো, কোন বা দেশে গেলে আমার প্রাণবন্ধুরে পাই
কোন বা দেশে যাই
বলো গো বলো গো, সখী, কোন বা দেশে যাই
কোন বা দেশে যাই
বলো গো বলো গো, সখী, কোন বা দেশে যাই
কোন বা দেশে যাই
কোন বা দেশে যাই
কোন বা দেশে যাই
কোন বা দেশে যাই
কোন বা দেশে যাই

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar