Kishore Kumar Hits

Poornima - Taka Taka Kore şarkı sözleri

Sanatçı: Poornima

albüm: Simply Darun


টাকা-টাকা করে পাগল সারা জমানা
টাকার নেশায় ছেলে-বুড়ো সবাই দিওয়ানা
(আরে, বাহ দিদি, বাহ, क्या बात एय, সাবাশ)

টাকা-টাকা করে পাগল সারা জমানা
টাকার নেশায় ছেলে-বুড়ো সবাই দিওয়ানা
বাপ, মা, বউ, ভাই, বোন
কেউ নয় হায় রে আপন
বাপ, মা, বউ, ভাই, বোন
কেউ নয় হায় রে আপন
টাকা থাকলেই হবে তোমার মান
এ জগতে টাকাই আল্লাহ, টাকাই ভগবান
হায় রে, এ জগতে টাকাই আল্লাহ, টাকাই ভগবান
টাকা-টাকা করে পাগল সারা জমানা
টাকার নেশায় ছেলে-বুড়ো সবাই দিওয়ানা
বাপ, মা, বউ, ভাই, বোন
কেউ নয় হায় রে আপন
বাপ, মা, বউ, ভাই, বোন
কেউ নয় হায় রে আপন
টাকা থাকলেই হবে তোমার মান
এ জগতে টাকাই আল্লাহ, টাকাই ভগবান
হায় রে, এ জগতে টাকাই আল্লাহ, টাকাই ভগবান

অফিস-আদালত, কোর্ট-কাছারি
শুকনো হাতে কথা শোনে না
মন্ত্রী, MLA, পুলিশ, আমলা
গরীবের কথা কানে তোলে না
কড়কড়ে নোটের গোছা গুঁজে দাও ট্যাঁকে সোজা
কড়কড়ে নোটের গোছা গুঁজে দাও ট্যাঁকে সোজা
হরেক মুশকিল হবে আসান
এ জগতে টাকাই আল্লাহ, টাকাই ভগবান
এ জগতে টাকাই আল্লাহ, টাকাই ভগবান

বাপ-মার কাছেও সেই ছেলের দাম যে মোটা আয় করে
হোক না বেকার জ্ঞানী-গুণী, কোনো দাম নেই সংসারে
স্নেহ-মায়া ধরা-ধামে টাকাতেই বাড়ে কমে
স্নেহ-মায়া ধরা-ধামে টাকাতেই বাড়ে কমে
টাকাতেই লেখা হয় জগতের বিধান
এ জগতে টাকাই আল্লাহ, টাকাই ভগবান
ভাই রে, এ জগতে টাকাই আল্লাহ, টাকাই ভগবান
টাকা-টাকা করে পাগল সারা জমানা
টাকার নেশায় ছেলে-বুড়ো সবাই দিওয়ানা
বাপ, মা, বউ, ভাই, বোন
কেউ নয় হায় রে আপন
বাপ, মা, বউ, ভাই, বোন
কেউ নয় হায় রে আপন
টাকা থাকলেই হবে তোমার মান
এ জগতে টাকাই আল্লাহ, টাকাই ভগবান
হায় রে, এ জগতে টাকাই আল্লাহ, টাকাই ভগবান
এ জগতে টাকাই আল্লাহ, টাকাই ভগবান
ভাই রে, এ জগতে টাকাই আল্লাহ, টাকাই ভগবান

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar