আমি বাতাসপুরের মিষ্টি মেয়ে, সুন্দরী টোকাই সবাই আদর করে ডাকে আমায় ঐশ্বর্যা রাই ♪ আমি বাতাসপুরের মিষ্টি মেয়ে, সুন্দরী টোকাই সবাই আদর করে ডাকে আমায় ঐশ্বর্যা রাই আমি শরমেতে মরি, হায় গো কি করি শরমেতে মরি, হায় গো কি করি আমি অভিষেকের মত বর কোথায় খুঁজে পাই? কোথায় খুঁজে পাই? আমি বাতাসপুরের মিষ্টি মেয়ে, সুন্দরী টোকাই সবাই আদর করে ডাকে আমায় ঐশ্বর্যা রাই ♪ আমি হাটে, মাঠে, নদীর ঘাটে যেখানেতেই থাকি দিতে পারি নাকো আমি কারো চোখে ফাঁকি ♪ আমি হাটে, মাঠে, নদীর ঘাটে যেখানেতেই থাকি দিতে পারি নাকো আমি কারো চোখে ফাঁকি ড্যাব ডেবিয়ে সবাই দেখে এ রূপের বাহার ভাবি কেমন করে জীবন কাটবে গো আমার আমি খুঁজি সকাল-সাঁঝে এ হৃদয়ের মাঝে খুঁজি সকাল-সাঁঝে এ হৃদয়ের মাঝে আমার লুকিয়ে রাখা অভিষেকের দেখা যদি পাই দেখা যদি পাই আমি বাতাসপুরের মিষ্টি মেয়ে, সুন্দরী টোকাই সবাই আদর করে ডাকে আমায় ঐশ্বর্যা রাই ♪ সেদিন গেছি মায়ের সাথে দেবীপুরের মেলায় চুরি, কাঁকন কিনে যখন ফিরছি বিকেল বেলায় ♪ সেদিন গেছি মায়ের সাথে দেবীপুরের মেলায় চুরি, কাঁকন কিনে যখন ফিরছি বিকেল বেলায় চমকে দেখি দাঁড়িয়ে আছে আমার প্রাণের অভি প্রাণসখার সাথে মিলে গেল মনের ছবি মা বুঝল চোখের ভাষা, মিটল মনের আশা বুঝল চোখের ভাষা, মিটল মনের আশা ওগো অভি-অ্যাশের বিয়ে হলো বাজিয়ে সানাই বাজিয়ে সানাই