Kishore Kumar Hits

Soham Chakraborty - Kono Ek Nilche Pari şarkı sözleri

Sanatçı: Soham Chakraborty

albüm: Black


কোনও এক নীলচে পরীর
সঙ্গে যাবো সমুদ্দুর
ঢেউ মেঘ ভাসবো উজানে
কোনও এক নীলচে পরীর
সঙ্গে যাবো সমুদ্দুর
ঢেউ মেঘ ভাসবো উজানে
ডানা মেঘে আলতো ছুঁয়ে
মাখবো গায়ে যে রোদ্দুর
দিক ভুলে উড়বো দুজনে
এক মুঠো পালক
আজ থেকে তোর হোক
আর কিছু মন জানে না
আলগোছে তোর সব
খুনসুটি শৈশব
আর কিছু মন মানে না...
মনের আর দোষ কি বলো
পায়ে পায়ে সঙ্গে চলো
মেঠো গায়ে রাখাল বাঁশি
মন উদাসী দুপুর বেলা
ঘরে মন টিকবে না আর
ছুঁতে চায় রঙের পাহাড়
সারাদিন রঙিন চোখে
স্বপ্ন বুকে প্রেমের খেলা
আস্ফুটে তুই আসলি কখন বুঝিনি আমি
ছুটে যাই রোজ হচ্ছি নিঁখোজ
কোথায় যে বল থামি
হো বালি মাখা তোর খালি পায়ে
আজ ছুঁয়েছি আমি
রাজি না হলেও মন কে বলেছি
ভেঙ্গে দে সব ভুল
কাশফুলে সাজাই
তোর চোখে যা চাই
আর কিছু মন জানে না
মেঘের মিনারে, আলোর কিনারে
বারণ যে মন শোনে না...
মনের আর দোষ কি বলো
পায়ে পায়ে সঙ্গে চলো
মেঠো গায়ে রাখাল বাঁশি
মন উদাসী দুপুর বেলা
ঘরে মন টিকবে না আর
ছুঁতে চায় রঙের পাহাড়
সারাদিন রঙিন চোখে
স্বপ্ন বুকে প্রেমের খেলা
মুখফুটে তুই চাইবি যা চাস
হোক না সে দামী
এক নিমিষেই হাতের পাতায়
সাজাবো আমি
ভেজা শিশিরের গন্ধে হলো যে
পাগল এ মন
তারারই চাদরে রাতের আদরে
রুপোলি জীবন
আর কেন অবুঝ জোনাকি সবুজ
মাঝ রাতে ঘুম আসে না
আকাশ ডেকে যায় ঠিকানা বদলায়
তুই ছাড়া মন হাসে না...
মনের আর দোষ কি বলো
পায়ে পায়ে সঙ্গে চলো
মেঠো গায়ে রাখাল বাঁশি
মন উদাসী দুপুর বেলা
ঘরে মন টিকবে না আর
ছুঁতে চায় রঙের পাহাড়
সারাদিন রঙিন চোখে
স্বপ্ন বুকে প্রেমের খেলা
মনের আর দোষ কি বলো
পায়ে পায়ে সঙ্গে চলো
মেঠো গায়ে রাখাল বাঁশি
মন উদাসী দুপুর বেলা
ঘরে মন টিকবে না আর
ছুঁতে চায় রঙের পাহাড়
সারাদিন রঙিন চোখে
স্বপ্ন বুকে প্রেমের খেলা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar