Kishore Kumar Hits

Pankaj Mullick - Ei Korechho Bhalo Nithur Hey şarkı sözleri

Sanatçı: Pankaj Mullick

albüm: Tumi Kemon Korey – Immortal Voice Of Pankaj Kumar Mullick


এই করেছ ভালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো
এই করেছ ভালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো
এমনি করে হৃদয়ে মোর
তীব্র দহন জ্বালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো
এই করেছ ভালো, নিঠুর হে
নিঠুর হে
আমার এ ধূপ না পোড়ালে
গন্ধ কিছুই নাহি ঢালে
আমার এ ধূপ না পোড়ালে
গন্ধ কিছুই নাহি ঢালে
আমার এ দীপ না জ্বালালে
দেয় না কিছুই আলো
এই করেছ ভালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো
এই করেছ ভালো, নিঠুর হে
নিঠুর হে
যখন থাকে অচেতনে এ চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার
যখন থাকে অচেতনে এ চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার
অন্ধকারে মোহে লাজে
চোখে তোমায় দেখি না যে
অন্ধকারে মোহে লাজে
চোখে তোমায় দেখি না যে
বজ্রে তোলো আগুন ক'রে
আমার যত কালো
এই করেছ ভালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar