ভুলে যেয়ো না, যেয়ো না, না আমাকে ছেড়ে আজ যেয়ো না কেন আমার কথা শুনো না? ♪ যদি থেকে যাও আজ তোমাকে রাখবো আমি মনের কাছে তোমার নামে দিন-রাত কাটে বলো, বলো আছো কি? দেখিনা তো আমি তোমাকে কারো পাশে আমাকে ছাড়া (আমাকে ছাড়া) বলি তোমাকে আমি আমার মনের কথা Oh-oh, তুমি শুনছো কি? Oh-oh-oh-oh, তোমায় আমি চাই Oh-oh-oh-oh, তোমায় আমি চাই Oh-oh-oh-oh, তোমায় আমি চাই আমি চাই কারণে, অকারণে তোমার সাথে আমি বেখেয়ালি না বুঝে, মিথ্যে বলে নিজেকে আমি বুঝিয়ে থাকি সে কি আমার মত করে তোমাকে, তোমাকে বুঝে থাকে? সে জানে না তোমার কী ভালো লাগে দেখি, দেখি তোমাকে কবে তুমি আমার হবে? কথা দিয়ে কেন চলে যাও? মনে রেখে কেন ভুলে যাও? কথা দিয়ে কেন চলে যাও? (কথা দিয়ে যাও, তুমি আমার সাথে থাকবে) ♪ যদি থেকে যাও আজ তোমাকে রাখবো আমি মনের কাছে তোমার নামে দিন-রাত কাটে বলো, বলো আছো কি? দেখিনা তো আমি তোমাকে কারো পাশে আমাকে ছাড়া (আমাকে ছাড়া) বলি তোমাকে আমি আমার মনের কথা Oh-oh, তুমি শুনছো কি? Oh-oh-oh-oh, তোমায় আমি চাই Oh-oh-oh-oh, তোমায় আমি চাই Oh-oh-oh-oh, তোমায় আমি চাই আমি চাই তোমায় আমি চাই (কবে আমার হবে?) তোমায় আমি চাই (কবে আমার হবে?) তোমায় আমি চাই (কথা দিয়ে যাও, তুমি আমার সাথে থাকবে)