Swapna Chakraborty - Bali O Nanadi şarkı sözleri
Sanatçı:
Swapna Chakraborty
albüm: Mon Matano Swapna
বলি ও ননদী...
বলি ও ননদী আর দু মুঠো
চাল ফেলে দে হাঁড়িতে
ঠাকুর জামাই এলো বাড়িতে
লো ননদী
ঠাকুর জামাই এলো বাড়িতে
বলি ও ননদী আর দু মুঠো
চাল ফেলে দে হাঁড়িতে
ঠাকুর জামাই এলো বাড়িতে
লো ননদী
ঠাকুর জামাই এলো বাড়িতে
ইষ্টিসনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে
ইষ্টিসনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে
দেখেন তোরে দেখছে কেমন
ড্যাবড্যাবিয়ে চেয়ে
দেখেন তোরে দেখছে কেমন
ড্যাবড্যাবিয়ে চেয়ে
আমি তাই তো বলি চুল বেঁধে সাজ
হলুদ রাঙা শাড়িতে
ঠাকুর জামাই এলো বাড়িতে
লো ননদী
ঠাকুর জামাই এলো বাড়িতে
বলি ও ননদী আর দু মুঠো
চাল ফেলে দে হাঁড়িতে
ঠাকুর জামাই এলো বাড়িতে
লো ননদী
ঠাকুর জামাই এলো বাড়িতে
পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ
পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ
আর কিনতে হবে রাঙা আলু
পটল গোটা পাঁচ
কিনতে হবে রাঙা আলু
পটল গোটা পাঁচ
আবার এমন সময় মিনসে দেখি
এমন সময় মিনসে দেখি
সাবান ঘষে দাড়িতে
ঠাকুর জামাই এলো বাড়িতে
লো ননদী
ঠাকুর জামাই এলো বাড়িতে
বলি ও ননদী আর দু মুঠো
চাল ফেলে দে হাঁড়িতে
ঠাকুর জামাই এলো বাড়িতে
লো ননদী
ঠাকুর জামাই এলো বাড়িতে
লো ননদী
ঠাকুর জামাই এলো বাড়িতে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri