Swapna Chakraborty - Keno Re Tui Chorli şarkı sözleri
Sanatçı:
Swapna Chakraborty
albüm: Aamar Pujar Phool
কেন রে তুই চড়লি ওরে বাবুদের জুরি গাড়িতে
কেন রে তুই চড়লি ওরে বাবুদের জুরি গাড়িতে
মনের সুখে সেজেগুজে গয়না-শাড়িতে
মনের সুখে সেজেগুজে গয়না-শাড়িতে
কেন রে তুই চড়লি ওরে বাবুদের জুরি গাড়িতে
♪
এ গাড়ি থামবে গিয়ে সোজা চোরাবালির চর
যে চরে কোনোদিনও বাঁধে না কেউ ঘর
এ গাড়ি থামবে গিয়ে সোজা চোরাবালির চর
যে চরে কোনোদিনও বাঁধে না কেউ ঘর
কাগজের ফুলের মতো থাকবি পড়ে
কাগজের ফুলের মতো থাকবি পড়ে বাগানবাড়িতে
কেন রে তুই চড়লি ওরে বাবুদের জুরি গাড়িতে
♪
হাঠ বাজারে শাখা-সিঁদুর অনেক পাওয়া যায়
কপালে থাকলে তখন তবেই পরা যায়
কপালে থাকলে তখন তবেই পরা যায়
মন্দ-ভালো ভাবে না কেউ যখন জড়িয়ে ধরে নেশা
জীবন নিয়ে করিস না রে সর্বনাশের পেশা
ওই শখের শাড়ি লাগবে কাজে যখন ফিরবি না আর কারও বাড়িতে
ওই শখের শাড়ি লাগবে কাজে যখন ফিরবি না আর কারও বাড়িতে
কেন রে তুই চড়লি ওরে বাবুদের জুরি গাড়িতে
কেন রে তুই চড়লি ওরে বাবুদের, বাবুদের, বাবুদের জুরি গাড়িতে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri