Kishore Kumar Hits

Sandhya Mukherjee - Hridi Brindabane Aamari Karone şarkı sözleri

Sanatçı: Sandhya Mukherjee

albüm: Omkarnath Geetimala


হৃদি বৃন্দাবনে আমারই কারণে
সর্বনাশা বাঁশি বেজেছে এবার
হৃদি বৃন্দাবনে আমারই কারণে
জানি না তবু যে ভুলি লোক লাজে
পাগলিনী ধাই অভিসারে তার
হৃদি বৃন্দাবনে আমারই কারণে

প্রমত্ত উজান মন যমুনায়
লুকায়ে বাঁশি ডাকে, "সখী, আয়"
প্রাণের কালিয়া বলে দে কোথায়
বড় যে সুখেরই কলঙ্ক রাধার
হৃদি বৃন্দাবনে আমারই কারণে

প্রতি অঙ্গ মোর কানু ক্ষুধাতুর
সে কানু কেন লো দূর এতদূর
প্রেমের রাজা সে যে ছিল না নিঠুর
কোটি কুঞ্জে সে যে হয়েছে আমার
যত ছিল রাস, যত বৃন্দাবন
যত লো কদম্বনী, কুঞ্জকানন
জনমে জনমে মোর কানধন
প্রেম ভিখারীনি আমি রাধা তার
হৃদি বৃন্দাবনে আমারই কারণে
সর্বনাশা বাঁশি বেজেছে এবার
হৃদি বৃন্দাবনে আমারই কারণে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar