সবুজ সবুজ গাছে লাল মনুয়া আছে নাচ দেখালে, গান শোনালে আসবে সে যে কাছে সবুজ সবুজ গাছে লাল মনুয়া আছে নাচ দেখালে, গান শোনালে আসবে সে যে কাছে ♪ সূয্যি সোনা, ওই দেখো না দেয় যে দেখা সে পূব আকাশে আবীর ছড়ায়, রয় না একা সে অরুণ দাদা, বরুণ দাদা, দেখো কেমন হলুদ গাঁদা সবাইকে রোজ সঙ্গে নিয়ে হাওয়ার সাথে নাচে নাচ দেখালে, গান শোনালে আসবে সে যে কাছে ♪ রঙ-বেরঙের ফুল, খুশিতে টুলটুল রঙ-বেরঙের ফুল, খুশিতে টুলটুল একটা নতুন বন্ধু পেয়ে দুলছে দোদুল দুল রঙ-বেরঙের ফুল, খুশিতে টুলটুল একটা নতুন বন্ধু পেয়ে দুলছে দোদুল দুল লাল মনুয়া, লাল মনুয়া, মিষ্টি ছোট পাখি লাল মনুয়া, লাল মনুয়া, মিষ্টি ছোট পাখি তোমার হাতে বেঁধে দিলাম ভালোবাসার রাখী অরুণ-বরুণ কিরণমালায় ডাকছে তোমায় ফুলের মেলায় এবার নেমে এসো তুমি, আর থেকো না গাছে নাচ দেখলাম, গান শোনালাম, এসো এবার কাছে সবুজ সবুজ গাছে লাল মনুয়া আছে নাচ দেখলাম গান শোনালাম, এসো এবার কাছে