Kishore Kumar Hits

Shyamal Mitra - Amar Jemon Beni Temni Rabe şarkı sözleri

Sanatçı: Shyamal Mitra

albüm: Madhur Smriti


যেমন বেনী তেমনি রবে, চুল ভিজাবো না
আমার যেমন বেনী তেমনি রবে, চুল ভিজাবো না
ওগো চুল ভিজাবো না, না, বেনী ভিজাবো না
ওগো চুল ভিজাবো না গো, আমি বেনী ভিজাবো না
আমার যেমন বেনী তেমনি রবে, চুল ভিজাবো না
জলে নামবো, জল ছড়াবো, জল তো ছোঁবো না
আমি এধারও-উধারও সাঁতারও-পাতারও করি আনাগোনা
ওগো জলে নামবো, তবু আমি ডুব তো দেবো না
আমার যেমন বেনী তেমনি রবে, চুল ভিজাবো না
ওগো চুল ভিজাবো না, না, বেনী ভিজাবো না
ওগো চুল ভিজাবো না গো, আমি বেনী ভিজাবো না
আমার যেমন বেনী তেমনি রবে, চুল ভিজাবো না
ভোগ লাগাবো, ভুকে মরবো
তবু আমি জানতে দেবো না
আমি রাঁধিবো-বাড়িবো, ব্যঞ্জন বাটিবো
তবু হাঁড়ি ছোঁবো না
যেমন বেনী তেমনি রবে, চুল ভিজাবো না
ওগো চুল ভিজাবো না, না, বেনী ভিজাব না
ওগো চুল ভিজাবো না গো, আমি বেনী ভিজাবো না
আমার যেমন বেনী তেমনি রবে, চুল ভিজাবো না
বিশাখা ললিতা বলে শোনো গো, শোনো গো
শোনো গো নাগরী
ও তোর রূপে যাই বলিহারি
আমি হবো না সতী, না হবো অসতী
তবু আমি পতি ছাড়বো না
যেমন বেনী তেমনি রবে, চুল ভিজাবো না
ওগো চুল ভিজাবো না, না, বেনী ভিজাবো না
ওগো চুল ভিজাবো না গো, আমি বেনী ভিজাবো না
আমার যেমন বেনী তেমনি রবে, চুল ভিজাবো না

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar