যা যারে যা যা পাখি আর কিছু নাই যা ঢেকে রাখি এ বাঁধন ছিঁড়ে উড়ে যা এই শুধু বলি তারে মোর মন কাঁদে আজও তাঁর তরে এ কাঁদন নিয়ে উড়ে যা দূর দুস্তর পান্থ প্রবাসী কোন স্বপ্নের আমি প্রয়াসী দূর দুস্তর পান্থ প্রবাসী কোন স্বপ্নের আমি প্রয়াসী মোর অন্তর নিত্য পিয়াসী সুখ সমুদ্রে আমি পিয়াসী আমি অন্ত জানি না অনন্ত রাত্রির দিগন্তে যা রে ফিরে যা যা যা যা যারে যা যা পাখি আর কিছু নাই যা ঢেকে রাখি এ বাঁধন ছিঁড়ে উড়ে যা কেন হারানো বকুলের গন্ধে এত অশ্রু ঝরে যে আনন্দে কেন হারানো বকুলের গন্ধে এত অশ্রু ঝরে যে আনন্দে যা কিছু ছিল মোর এত চেনা কেন ছন্দে বাজালে বাজেনা এই ছন্দবিহীন মোর বিষণ্ণ সঙ্গীত ছিন্ন বীণায় নিয়ে যা যা যা যা যারে যা যা পাখি আর কিছু নাই যা ঢেকে রাখি এ বাঁধন ছিঁড়ে উড়ে যা এই শুধু বলি তাঁরে মোর মন কাঁদে আজও তাঁর তরে এ কাঁদন নিয়ে উড়ে যা