গগনে কৃষ্ণ মেঘ দোলে
কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে
থির সৌদামিনী রাধিকা
থির সৌদামিনী রাধিকা
দোলে নবীন ঘনশ্যাম সনে
দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়
দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়
দোলে, দোলে আজই শাওনে
গগনে কৃষ্ণ মেঘ দোলে
কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে
থির সৌদামিনী রাধিকা
♪
পরি ধানি-রঙ ঘাগরি, মেঘ-রঙ ওড়না
পরি ধানি-রঙ ঘাগরি, মেঘ-রঙ ওড়না
গাহে গান, দেয় দোল, গোপীকা চল-চরণা
ময়ূর নাচে পেখম খুলি
ময়ূর নাচে পেখম খুলি বন-ভবনে
দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়
দোলে, দোলে আজই শাওনে
গগনে কৃষ্ণ মেঘ দোলে
কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে
থির সৌদামিনী রাধিকা
♪
গুরুগম্ভীর মেঘ-মৃদঙ বাজে
গুরুগম্ভীর মেঘ-মৃদঙ বাজে
আঁধার অম্বর তলে
হেরিছে ব্রজের রসলীলা
অরুণ লুকায় মেঘ কোলে
মুঠিমুঠি বৃষ্টির ফুল ছুঁড়ে হাসে
মুঠিমুঠি বৃষ্টির ফুল ছুঁড়ে হাসে
দেবকুমারীরা হেরো অদূর আকাশে
জড়াজড়ি করে নাচে তরুলতা
জড়াজড়ি করে নাচে তরুলতা
উতলা পবনে, উতলা পবনে
রাধা শ্যাম ঝুলন দোলায়
দোলে, দোলে আজই শাওনে
গগনে কৃষ্ণ মেঘ দোলে
কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে
থির সৌদামিনী রাধিকা
থির সৌদামিনী রাধিকা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri