Anup Ghoshal - Nishi Rate Rimjhim şarkı sözleri
Sanatçı:
Anup Ghoshal
albüm: Ke Tumi Durer Sathi
নিশি-রাতে রিম ঝিম ঝিম বাদল-নূপুর
নিশি-রাতে রিম ঝিম ঝিম বাদল-নূপুর
বাজিল ঘুমের মাঝে সজল মধুর
বাজিল ঘুমের মাঝে সজল মধুর
নিশি-রাতে রিম ঝিম ঝিম বাদল-নূপুর
♪
দেয়া গরজে বিজলি চমকে
দেয়া গরজে বিজলি চমকে
জাগাইল ঘুমন্ত প্রিয়তমকে
আধো ঘুম-ঘোরে চিনিতে না'রি ওরে
আধো ঘুম-ঘোরে চিনিতে না'রি ওরে
"কে এলো কে এলো" বলে ডাকিছে ময়ূর
নিশি-রাতে রিম ঝিম ঝিম বাদল-নূপুর
বাজিল ঘুমের মাঝে সজল মধুর
নিশি-রাতে রিম ঝিম ঝিম বাদল-নূপুর
♪
দ্বার খুলে পড়শি কৃষ্ণা-মেয়ে
দ্বার খুলে পড়শি কৃষ্ণা-মেয়ে
আছে চেয়ে
মেঘের পানে আছে চেয়ে
কারে দেখি
আমি কারে দেখি
মেঘলা আকাশ না ঐ মেঘলা-মেয়ে
কারে দেখি
আমি কারে দেখি
ধায় নদী জল মহাসাগর পানে
ধায় নদী জল মহাসাগর পানে
বাহিরে ঝড় কেন আমায় টানে
জমাট হয়ে আছে বুকের মাঝে
জমাট হয়ে আছে বুকের মাঝে
নিশীথ-আকাশ যেন মেঘ ভারাতুর
নিশীথ-আকাশ যেন মেঘ ভারাতুর
নিশি-রাতে রিম ঝিম ঝিম বাদল-নূপুর
বাজিল ঘুমের মাঝে সজল মধুর
বাজিল ঘুমের মাঝে সজল মধুর
নিশি-রাতে রিম ঝিম ঝিম বাদল-নূপুর
নিশি-রাতে রিম ঝিম ঝিম
নিশি-রাতে রিম ঝিম ঝিম
নিশি-রাতে রিম ঝিম ঝিম বাদল-নূপুর
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri