Anup Ghoshal - Padmar Dheu Re şarkı sözleri
Sanatçı:
Anup Ghoshal
albüm: Ke Tumi Durer Sathi
পদ্মার ঢেউ রে
পদ্মার ঢেউ রে
মোর শূন্য হৃদয়-পদ্ম নিয়ে যা, যা রে
পদ্মার ঢেউ রে
এই পদ্মে ছিল রে যার রাঙা পা
এই পদ্মে ছিল রে যার রাঙা পা
আমি হারায়েছি তারে
আমি হারায়েছি তারে
পদ্মার ঢেউ রে
♪
মোর পরান-বঁধু নাই
পদ্মে তাই মধু নাই, নাই রে
পরান-বঁধু নাই
পদ্মে তাই মধু নাই, নাই রে
বাতাস কাঁদে বাইরে
সেই সুগন্ধ নাই রে
মোর রূপের সরসীতে আনন্দ-মৌমাছি
রূপের সরসীতে আনন্দ-মৌমাছি নাহি ঝংকারে
পদ্মার ঢেউ রে
♪
ও পদ্মা রে
ঢেউয়ে তোর ঢেউ উঠায় যেমন চাঁদের আলো
পদ্মা রে
ঢেউয়ে তোর ঢেউ উঠায় যেমন চাঁদের আলো
মোর বঁধুয়ার রূপ তেমনি
মোর বঁধুয়ার রূপ তেমনি
ঝিলমিল করে কৃষ্ণ-কালো
সে প্রেমের ঘাটে ঘাটে
প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজায়
প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজায়
যদি দেখিস তারে, দিস সে পদ্ম তার পায়
যদি দেখিস তারে, দিস সে পদ্ম তার পায়
বলিস, কেন বুকে আশার দেয়ালী জ্বালিয়ে
ফেলে গেল চির-অন্ধকারে
পদ্মার ঢেউ রে
মোর শূন্য হৃদয়-পদ্ম নিয়ে যা, যা রে
পদ্মার ঢেউ রে
এই পদ্মে ছিল রে যার রাঙা পা
আমি হারায়েছি তারে
আমি হারায়েছি তারে
পদ্মার ঢেউ রে
পদ্মার ঢেউ রে
পদ্মার ঢেউ রে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri