নিশি-ভোরের বেলা
কাহার পাহাড়ি-বাঁশি বাজে
বাঁশরির সুর
তার বাঁশরির সুর
বেদের নিঠুর
তীরের মত বুকে বাজে
পাহাড়ি-বাঁশি বাজে
নিশি-ভোরের বেলা
♪
আমি তো নহি বনের পাখি
গাঁয়ের কন্যা ভিনগাঁয়ে থাকি
♪
আমি তো নহি বনের পাখি
গাঁয়ের কন্যা ভিনগাঁয়ে থাকি
নূপুর বাজায়ে, কুসুম ঝরায়ে
ঘুম ভাঙায়ে চলে যায়
সে উদাসী, বন মাঝে
পাহাড়ি-বাঁশি বাজে
নিশি-ভোরের বেলা
♪
আসি রোজ সকালে
আমার চাঁপার ডালে
কি যেন বেড়ায় খুঁজি
আসি রোজ সকালে
আমার চাঁপার ডালে
কি যেন বেড়ায় খুঁজি
চাঁপার মুকুল দেখে থমকে দাঁড়ায়
সে যে সোনার নূপুর পাবে বুঝি
♪
দূরে ত্রিকূট পাহাড় চূড়াতে
ভোরের সে চাঁদ কাঁদে আমার সাথে
দূরে ত্রিকূট পাহাড় চূড়াতে
ভোরের সে চাঁদ কাঁদে আমার সাথে
নিশীথে নিদ্রাহীন, আনমনা সারাদিন
নিশীথে নিদ্রাহীন, আনমনা সারাদিন
মন নাহি লাগে কোন কাজে
নিশি-ভোরের বেলা
কাহার পাহাড়ি-বাঁশি বাজে
বাঁশরির সুর
তার বাঁশরির সুর
বেদের নিঠুর
তীরের মত বুকে বাজে
কাহার পাহাড়ি-বাঁশি বাজে
নিশি-ভোরের বেলা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri